৩০ জুলাই সিলেট সিটি করর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা প্রতীকের ফলাফল নিয়ে ভোট সেন্টার ত্যাগ করার জন্য নির্বাচনী এজেন্ট, সেন্টার কমিটিসহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেটের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতা আহমদ হোসেন।
শুক্রবার বিকেলে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেনের আহবানে সিটি নির্বাচনে সকল সেন্টার কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, ভোটকেন্দ্রের এজেন্টদের নিয়ে বিশেষ এ সভার আয়োজন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন নির্বাচন সংশ্লিষ্ট সকল ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সিলেট বিভাগে আওয়অমী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন বলেন, পুণ্যভূমি সিলেট নগরীর মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিলেটে চলমান ও ভবিষ্যত উন্নয়নের প্রতি আস্থা ও বিশ^াস রেখে ৩০ জুলাই নির্বাচনে বদর উদ্দিন আহমদ কামরানকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুলভাবে বিজয়ী করবেন। সেটা বুঝেই প্রতিপক্ষরা নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশকে বানচাল করার জন্য অপতৎপরতায় লিপ্ত আছে। এ অবস্থায় ৩০ জুলাই সিলেট নগরীর সকল ভোটকেন্দ্রে দলীয় নেতাকর্মীকে প্রহরীর ভূমিকা পালন করতে হবে। কোনো অবস্থায়ই নির্বাচনের ফলাফল ঘোষণার আগে কেউ ভোটকেন্দ্র থেকে ফিরবেন যান।
সভায় বক্তব্য রাখেন- মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে আব্দুল মোমেন, এনামুল হক শামীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, অসীম কুমার উকিল, সাইফুজ্জামান শেখর, শাহজাদা মহিউদ্দিন, কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, তালামিযে ইসলামীয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসেন জাহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি