স্টাফ রিপোর্টার :
নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ মাদকসেবনকারীকে কারাদন্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। গত সোমবার রাত সাড়ে ৯ টায় এএসপি নাহিদ হাসান ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসানের র্যাব-৯ এর একটি দল এসএমপির বিভিন্ন থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আটক করে তাদেরকে এ দন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত মাদকসেবীরা হচ্ছে- বাগবাড়ি এলাকার আব্দুল আজিজের পুত্র মো. মিজানুর রহমানকে (২৮) ৩দিন, লামাবাজার এলাকার উকিল মিয়ার পুত্র মো. শহীদকে (৩০) ২০দিন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানাধীন মির্জাপুর গ্রামের ক্ষেত্র মোহন দাসের পুত্র বৈরতী বাবু দাসকে (২৫) ২০দিন, বিশ্বনাথের লামাকাজি এলাকার মৃত মিছর আলীর পুত্র সোহেলকে (৩৬) ২০দিন, ছাতকের বড়কাপন গ্রামের মৃত ইন্তাজুর রহমানের পুত্র হাবিবুর রহমানকে (৩৮) ৫দিন, বিয়ানীবাজার উপজেলার বাগন গ্রামের জসিম উদ্দিনের পুত্র মো. সাজিদ মিয়াকে (২৯) ১৫দিন, জগন্নাথপুর উপজেলার দাত্তরাই গ্রামের মৃত আলকাস মিয়ার পুত্র রহিম মিয়াকে (২০) ১ মাস ও জৈন্তাপুর উপজেলার নিজপাটি লামাপাড়া গ্রামের সামছুল হকের পুত্র সোহেল আহম্মদকে (৩০) ১ মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করে এবং রাসেল মিয়াকে (২২) ৩শ’ টাকা জরিমানা আদায় পূর্বক ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত মাদকসেবনকারীদের নিকট থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধবংস করে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। দন্ডিত মাদক সেবনকারীদেরকে সিলেট কেন্দ্রীয় করাগারে প্রেরণ করা হয়েছে।