নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ৩ প্রার্থীকে ১১ হাজার টাকা জরিমানা

27

স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় তিন প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১ টার দিকে নগরীর ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ৩ প্রার্থীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়ার নেতৃৃত্বে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে বড় ব্যানার লাগানোর কারণে ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সলমান আহমদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ওয়ার্ডে দেয়ালে পোস্টার সাঁটানোর কারণে কাউন্সিলর প্রার্থী মুবিন আহমদকে ৩ হাজার টাকা জরিমানা এবং একই অভিযোগে মেয়রপ্রার্থী মোয়াজ্জেম হোসেনকে (হাতপাখা) আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া বলেন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডে গিয়ে ৩ প্রার্থীকে ১১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। তাদের সতর্ক করা হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে এ অভিযান চলমান থাকবে। ধারাবিহকভাবে প্রতিটি ওয়ার্ড ঘুরে নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কিনা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।