স্বপ্ন এসো

51

মাযাহারুল ইসলাম অনিক

মোরগ মামা কখন ধরে যাচ্ছে দেখো ডেকে,
ঘুমের মাঝে স্বপ্নগুলো আসছে থেকে থেকে।
ওমা তোমায় বলছি শোন স্বপ্ন ছিল মেলা,
তাদের সাথে করছি আমি রংবেরঙের খেলা।

ফলফলারি কত্ত কি যে ছিল সেথায় ভরা,
লাফায় লাফায় ইচ্ছামত যেতো যে সব ধরা।
শাসন বারণ কেউ করে না চলছি খেয়াল খুশি,
হাতের মাঝে যখনতখন জোনাক পোকা পুষি।

ধূলো ময়লা নেই যে কোথাও রঙে ভরা দেশ,
মোরগ মামা হঠাৎ ডেকে করলো সবই শেষ।
তাইতো তোমায় বলছি শোন স্বপ্ন এনে দাও,
স্বপ্ন রানি জলদি এসে আমায় নিয়ে যাও।

তোমায় ছাড়া মনটা আমার লাগছে না আর ভালো,
সূর্য মামা উড়ে এসে দিচ্ছো কেন আলো?
ভাত খাবো না হাত ধোবো না পড়বো না আর বই,
স্বপ্ন রানি আমায় ছেড়ে গেলে তুমি কই?

ওমা আমার লক্ষ্মী সোনা স্বপ্ন বেঁধে আনো,
স্বপ্ন ছাড়া বাঁচবো না আর তোমরা সবাই জানো।
মোরগ মামা হঠাৎ করে দিলে কেন ডাক?
মিষ্টি মধুর ডাক যে তোমার দূরে নিপাত যাক।

গায়ে পড়ি পায়ে ধরি স্বপ্ন এসো এবার,
তোমার কাছে আছে আমার কত্ত কিছু নেবার।
স্বপ্ন খোঁজে বিভোর আমি ছুটছি আজো একা,
কোথায় গেলে পাবো রে ভাই স্বপ্ন সুখের দেখা?