সিলেটে বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদের যাত্রা শুরু

49

গত ৬ জুন শুক্রবার নগরীর একটি হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হল সিলেটে বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদের। শাবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ^াসের সভাপতিত্বে ও আবুল খায়ের স্টিল মিলস এর সহকারী ব্যবস্থাপক মশিউল আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য পেশ করেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর ব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট এম.সি কলেজের সাবেক অধ্যাপক ও গ্রীণ জেম্স ইন্টারন্যাশনাল স্কুল এর অধ্যক্ষ লেঃ (অবঃ) গোলাম রব্বানী, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ¦ রফিকুল ইসলাম বাদল, এভারগ্রীন একাডেমীর অধ্যক্ষ লতিফা জাহাঙ্গীর, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ গোলাপগঞ্জের ডিজিএম মামুন অর রশিদ, ফেঞ্চুগঞ্জ সার কারখানার সাবেক ব্যবস্থাপক মোঃ হারুন অর রশিদ, জীবন বীমা কর্পোরেশনের প্রাক্তন ব্যবস্থাপক এমজি সারওয়ার হোসেন ও মানবাধিকার সংগঠক সৈয়দ সাইদুল ইসলাম দুলাল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সভ্যতা, সহমর্মিতা ও স্বকীয়তা এই শ্লোগানকে সামনে নিয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যকে ধারণ করে ত্যাগের মনোভাবে মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া প্রত্যেকের স্ব-স্ব অবস্থান ও কর্মস্থলে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বরিশাল বিভাগের ইতিহাস, ঐতিহ্য ও মর্যাদাকে সমুন্নত রাখার আহবান জানান। তারা আরো বলেন এই সংগঠন হবে অরাজনৈতিক, অলাভজনক এবং মানবতার কল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান, যেখানে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় ও অটুট থাকবে। আর এই সংগঠনের সেবা সমূহ সিলেটে অবস্থানরত বরিশালবাসীসহ অন্যান্যদের মাঝেও পর্যায়ক্রমে ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠান শেষে ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, ৫ সদস্য বিশিষ্ট পৃষ্ঠপোষক পরিষদ ও ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের মধ্যে সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ^াস, অধ্যক্ষ লেঃ (অবঃ) গোলাম রব্বানী এবং সভাপতি হিসেবে আলহাজ¦ রফিকুল ইসলাম বাদল এর নাম ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল হোসেন, অথর্-সম্পাদক মোঃ মনির হোসেন, দপ্তর সম্পাদক গোলাম সারওয়ার খান এর নাম ঘোষণা করা হয়, এছাড়া অপূর্ণাঙ্গ ২৩ সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাব করা হয়। সভাশেষে নবাগত কমিটিকে ফুলেল শুভেচ্ছাসহ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি