দরিদ্র ফয়েজকে পাকাঘর তৈরী করে দিলো বিয়ানীবাজার রোটারী ক্লাব

27

বিয়ানীবাজারের এক হত দরিদ্র পরিবারের ছেলে মুহাম্মদ ফয়েজ উদ্দিন-কে পাকাঘর তৈরী করে দিয়েছে রোটারী ক্লাব অব বিয়ানীবাজার। ক্লাবের এই মহতী উদ্যোগেকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।
বিয়ানীবাজার পৌরসভা সদরের শ্রীধরা গ্রামের দর্জি বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে মুহাম্মদ ফয়েজ উদ্দিন ঘরের অভাবে জীবন যাপন করা ছিলো অতি কষ্টের। বিষয়টি স্থানীয় রোটারী ক্লাবের দৃষ্টিতে পড়ে। ক্লাব নেতৃবৃন্দ কয়েক মাস আগে ফয়েজ উদ্দিনকে প্রতিশ্রুতি দেন তাকে পাকা ঘর নির্মাণ করে দেবেন। সেই প্রতিশ্রুতি এখন পূরণ হয়েছে। রোটারী ক্লাবের ল-কষ্ট হাউজিং প্রকল্পের আওতায় এক লাখ টাকা ব্যয়ে ফয়েজ উদ্দিনকে পাকা গৃহ নির্মাণ করে দেয়া হয়।
গত শনিবার দুপুর ২টায় রোটারী ক্লাব অব বিয়ানীবাজার এর রোটারিয়ান নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়ে ঘরটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন এবং ফয়েজ উদ্দিনের কাছে ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে সমজিয়ে দেন। বসত ঘর তৈরী পেয়ে ফয়েজ উদ্দিন এখন দারুণ খুশি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নজরুল ইসলাম, সেক্রেটারি রোটারিয়ান এমরান হোসেন, ট্রেজারার রোটারিয়ান মুহাম্মদ আব্দুস শুক্কুর, ক্লাব ট্রেইনার পিপি রোটারিয়ান গউছ উদ্দিন খান, পিপি রোটারিয়ান সব্বির আহম্মদ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ফয়জুল ইসলাম সুজেল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মিজানুর রহমান, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান কামাল হুসেন, ট্রেজারার ইলেক্ট রোটারিয়ান আলাল উদ্দিন, রোটারিয়ান জামিল হুসেন প্রমুখ। বিজ্ঞপ্তি