স্টাফ রিপোর্টার :
ঈদের আগে মার্কেট ও শপিং মল চালু করতে সরকারের অনুমতির পরিপ্রেক্ষিতে রবিবার (৯ মে) থেকে খুলতে যাচ্ছে আড়ং। তবে সিলেট ও কুমিল্লাসহ ঢাকার বেশ কয়েকটি আউটলেট খুলবে না। আর আড়ংয়ে আসতে হলে ক্রেতাদের আগে অনলাইনে ‘স্লট বুকিং’ নিতে হবে ক্রেতাদের। বুকিং দেওয়া সেই সময় অনুযায়ী তারা নির্ধারিত আউটলেটে যেতে পারবেন।শনিবার (৯ মে) সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তুলে ধরেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ।তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে আামাদের আউটলেটগুলো খুলে দেওয়া হচ্ছে। ক্রেতারা স্বাস্থ্যবিধি মেনে আউটলেটগুলোতে আসতে পারবেন। আউটলেটে সামাজিক দূরত্ব ব্যবস্থাপনাসহ সুরক্ষা ব্যবস্থা নেওয়া আছে। তবে ক্রেতাদের আগে থেকে অনলাইনে স্লট বুকিং করে আসতে হবে।ব্রিফিংয়ে জানানো হয়, আড়ংয়ের ঢাকার বাইরের আউটলেটগুলোর মধ্যে নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেশি থাকায় সেখানকার আউটলেট খুলবে না। এছাড়া কুমিল্লা ও সিলেটে স্থানীয়ভাবে ঈদের আগে মার্কেট বা শপিং মল না খোলার সিদ্ধান্ত হওয়ায় সেখানকার আউটলেটও খুলবে না। ঢাকার মধ্যে যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা শপিং কমপ্লেক্স খুলবে না বলে এই দুইটি শপিং মলের আউটলেট খুলবে না। বাকি সব আউটলেটই খুলবে।