কানাইঘাট থেকে সংবাদদাতা :
চারিদিকে বন্যার পানি, বসত বাড়ীও তলিয়ে গেছে। সন্তানদের নিয়ে প্রাণ বাঁচাতে যখন আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার সময় কোলের সন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার পানিতে ডুবে কানাইঘাটের বিধবা হোসনেআরা বেগম (৩৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গল বিকেল ৪ টার দিকে কানাইঘাট দিঘীরপার ইউপির দক্ষিণ ঠাকুরের মাটি গ্রামে।
জানা যায় ঠাকুরেরমাটি গ্রামের মতি মিয়ার বিধবা মেয়ে হোসনেআরা বেগম দু’সন্তান নিয়ে বাবার বাড়ীতে বসবাস করতেন। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে দীঘিরপার ইউপির ঠাকুরের মাটি গ্রামসহ আশপাশ এলাকায় ভয়াভহ বন্যা রূপ নিলে মতিয়ার মিয়ার বসত বাড়ীটি তলিয়ে যায়। হোসনেআরা বেগম তার দুই সন্তানকে নিয়ে বন্যার পানি ডিঙ্গিয়ে দীঘিরপার ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে ৪ বছরের তার শিশুপুত্র বিস্তৃীর্ণএলাকার স্রোতের পানিতে পড়ে গেলে সন্তানকে প্রাণে বাঁচাতে পারলেও হোসনে আরা নিজের জীবন রক্ষা করতে পারেননি। পানির স্রোতে তলিয়ে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ভাসমান অবস্থায় ছুটে গিয়ে হোসনে আরাকে প্রাণে রক্ষা করতে পারেননি। ঘটনার সংবাদ শুনার পর তাৎক্ষণিক ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, দীঘিরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাবেক ছাত্র নেতা তাজিম উদ্দিন সহ শত শত ঘটনাস্থলে ছুটে যান। পানিতে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হোসনে আরার লাশ তারা উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।