স্টাফ রিপোর্টার :
প্রতিবছরের ন্যায় এবারও ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত গায়বী শাহ্ (র:) বার্ষিক ওরস মোবারক স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ ফেব্রুয়ারি ৩রা ফাল্গুন বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই ওরস মোবারককে সফল করতে মাজার কমিটি নিয়েছেন বিভিন্ন কর্মসূচী। কর্মসূচির মধ্যে রয়েছে- ৩ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার বাদ ফজর হতে খতমে কোরআন, সকাল ১০টায় দোয়া, সকাল সাড়ে ১০টায় মাজারে গিলাফ ছড়ানো, সকাল ১১টায় গরু জবাই। বাদ এশা মিলাদ-দোয়া, রাতে জিকির আছকার ও ফকিরি গান ভোরে মোনাজাত ও নেওয়াজ বিতরণ।
এদিকে বার্ষিক এই ওরস মোবারক বাস্তবায়নে গতকাল সোমবার ৭ ফেব্রুয়ারি বিকেলে উত্তর কাজিরবাজারে হযরত গায়বী শাহ (র:) মাজার কমিটির সভাপতি আফছর উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কমিটির সহ-সভাপতি হাজী মো: জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক শাহাদত হোসেন লোলন, মিলাক ফার্ণিচারের তোরণ মিয়া, হাজী ছমরু মিয়া, হারিছ শিকদার, মাহবুব মিয়া, আলাউদ্দিন, সবুজ শিকদার, হাজী মো: মুক্তার আলী, আং সালাম, আং খালিক, হাজী মুরাদ আহমদ, খাদিম ইসতিয়াক আলী চৌধুরী (রাজু), আসাদ ও নাফী উপস্থিত ছিলেন।
করোনাভাইরাসে স্বাস্থ্যবিধি মেনে ওরসে শরীক হয়ে অশেষ সওয়াব হাসিলের জন্য ধর্মপ্রাণ মুসলি¬দের প্রতি আহবান জানিয়েছেন হযরত গায়বী শাহ (র:) মাজার কমিটির সভাপতি আফছর উদ্দিন।