বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন- আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। সিলেটে নৌকাকে বিজয়ী করে আমরা শেখ হাসিনাকে উপহার দেব। তিনি বলেন- এবছরের ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তাই, সিলেটে তাঁর মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে আমাদের সর্বোচ্চ মেধা ও শ্রম দিতে হবে।
সোমবার সকালে নগরীর গুলশান সেন্টারে সিলেট মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় মিসবাহ উদ্দিন সিরাজ আরোও বলেন- সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে সিলেটে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে তা আগে কখনও হয়নি। এর সম্পুর্ণ অবদান জননেত্রী শেখ হাসিনার। তাই সিলেটের এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সিটি মেয়র পদেও আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে নির্বাচিত করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, মোশারফ হোসেন, তুহিন দাস মিকন, এডভোকেট রাজ উদ্দিন, আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, মফুর আলী, নুরুল ইসলাম পুতুল, এটিএমএ হাসান জেবুল, কিশোর কুমার কর, জুবের খান, তপন মিত্র, ডা. মিফতাহুল হোসেন, আব্দুর রহমান জামিল, সিরাজ বকস, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, আজাদুর রহমান আজাদ, জগদীশ দাস, এডভোকেট সৈয়দ শামীম, এডভোকেট শামসুল ইসলাম, ফাহিম আনোয়ার, এডভোকেট গোলাম সোবহান দিপন, সিরাজুল ইসলাম খান, এডভোকেট মো. জুনেল আহমদ, ছালেহ আহমদ সেলিম, মো. ফরহাদ বকস, মো. হেলাল উদ্দিন, আজহার উদ্দিন জাহাঙ্গীর, মো. ছানাওর, মো. জুনু মিয়া, শাহজাহান সিরাজী, মাহবুবুর হক, এম এ মতিন, আমির উদ্দিন, মো. মানিক, আনোয়ার হোসেন রানা, আব্দুস সোবহান, আনোয়ার হোসেন সুহেল, আব্দুল মুকিত, ফখরুল হাসান, চন্দন রায়, ইকবাল হোসেন, বিজয় কুমার দেব, মো. ছয়েফ খান, সিরাজুল ইসলাম সিরুল, সেলিম আহমদ, জামাল আহমদ চৌধুরী, ওয়াহিদুর রহমান, সুনা মিয়া, কবির মিয়া, ছিদ্দেক আলী, নজরুল ইসরাম নজু, আহমেদ হান্নান, আব্দুল মজিদ আল মোমিন, প্রদীপ পুরকায়স্থ, নজমুল ইসলাম, মুকির হোসেন চৌধুরী, জাবেদ সিরাজ, দিলওয়ার হোসেন, মো. কামাল বাহমদ, নুরুল ইসলাম চৌধুরী, মো. আজম খান, নুমান ছাকেত, শেখ নুরুল ইসলাম, জুনেদ আহমদ শওকত, মো. আজিজুল হক, এম এ আসলাম, মোস্তাক আহমদ, রকিবুল ইসলাম ঝলক, মো. ইলিয়াসুর রহমান, শেখ মো. সুরুজ আলী, আব্দুল আহাদ চৌধুরী, মো. খোকা, এইচ এম ফারুক হোসেন, মোস্তফা দিলওয়ার আল আজহার, সামসুদ্দিন আহমদ লোকমান, মনির আলী, সামস উদ্দিন, লায়েক আহমদ চৌধুরী, এডভোকেট ফারুক আহমদ, এনায়েত আহমদ, আব্দুস সাত্তার, কুতুব উদ্দিন, সালাহউদ্দিন বকস, আমিনুল হক, মো. ইয়াহিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি