অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন আমার শৈশব কৈশরের এক সময়ের সিলেট এখন আর নেই। মানুষ বাড়ার সাথে সাথে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ ইত্যাদির কারণে আজ সিলেট শপকিপার সিটিতে পরিণত হয়েছে। যেখানে ৪টি বাড়ি সেখানে ১টি শপিং সেন্টার। মন্ত্রী বলেন, এখনো সুযোগ আছে সুন্দর, পরিচ্ছন্ন, পরিকল্পিত আদর্শ নগর গড়ে তোলার। এক্ষেত্রে বিশেষ বিশেষ সমস্যা যেগুলো আছে তা চিহ্নিত করে পর্যায়ক্রমে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। বেঙ্গল ফাউন্ডেশনের আগামীর সিলেট নিয়ে উপস্থাপিত পরিকল্পনায় অর্থমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
৯ জুলাই শনিবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আগামীর সিলেট, স্বপ্ন পুরণের সিলেট বিনির্মাণের লক্ষ্যে বেঙ্গল ফাউন্ডেশনের কারিগরী সহায়তায় হযরত শাহপরাণ (র.) মাজার গেইট সংলগ্ন এলাকার স্যেন্দর্যবর্ধন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন অর্থমন্ত্রী। সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামীর সিলেট নিয়ে বেঙ্গল ফাউন্ডেশনের প্রস্তুতকৃত একটি পরিকল্পনা প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থাপন করেন ফাউন্ডেশনের পরিচালক কাজী খালেদ আশরাফঅনুষ্ঠানে উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আবদুল মোমন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাও ইউনিয়ন চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মখলিছুর রহমান, মাসুম আহমদ চৌধুরী, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, হাটখোলা ইউনিয়ন চেয়ারম্যান মো: আজির উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি