ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে বিষ প্রয়োগ করে মৎস্য শিকার করার অপরাধে দু’মৎস্য শিকারীকে ভ্রাম্যমান আদালত জেল-জরিমানা প্রদান করেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট মাছুম বিল্লাহ প্রত্যেককে দেড় মাসের জেল ও ২শ’ টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন। দন্ডিতরা হলেন, পৌর শহরের চরেরবন্দ এলাকার শাহাব উদ্দিনের পুত্র ছৈয়দ আলী ও সিলেট জালালাবাদ থানার রাজার গাঁও গ্রামের নুরুল হকের পুত্র সোলেমান আলী। সকালে ছাতকের সুরমা নদীতে বিষ প্রয়োগ করে চিংড়ি মাছ শিকারের সময় এলাকার লোকজন এদের আটক করে। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামের মাধ্যমে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করানো হলে আদালত তাদের জেল ও জরিমানা প্রদান করেন।