সুনামগঞ্জ কারাগারে মাদক মামলার আসামীর মৃত্যু, নির্যাতনের অভিযোগ

42

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ কারাগারে মাদক মামলার এক হাজতি আসামীর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, ২৮ মে সোমবার ভোর ৩টার সময় জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ স্থানীয় জয়কলস গ্রামের বাড়ী হতে ঘুমন্ত অবস্থায় বাবুল বিশ^াস (৩৫) কে গ্রেফতার করে। গ্রেফতারের পর থানা হাজতে আটকে রেখে পুলিশ তাকে শারীরিক নির্যাতন করে। মঙ্গলবার আদালতের মাধ্যমে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। ৩০ মে বুধবার সন্ধ্যা ৭.৫২ টায় সুনামগঞ্জ কারাগারে তার মৃত্যু হয়। রাত ৮.১০ টায় সুনামগঞ্জ কারা কর্তৃপক্ষ তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত বাবুলের স্ত্রী ৪ সন্তানের জননী দিপালী বিশ^াস বলেন, আমার স্বামী মাদক ব্যবসায়ী নন। জয়কলস গ্রামের মৃত ওয়াহাব উল্লাহর পুত্র আলী হোসেন, জঙ্গু মিয়ার পুত্র আনোয়ার হোসেন ও মৃত নরেন্দ্র বিশ^াসের পুত্র রবীন্দ্র বিশ^াস পূর্ব বিরোধের জের ধরে তাকে মদ দিয়ে ধরিয়ে দিয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আমরা তাকে মদসহ আটক করেছিলাম। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি এসআই অভিজিৎ সিংহের কাছে তদন্তাধীন রয়েছে। আটকের পর পুলিশ তাকে নির্যাতন করেছে এমন খবর কাল্পনিক ও গুজব ছাড়া আর কিছু নয়। বৃহস্পতিবার বিকেল ৫টায় নিহতের লাশের ময়না তদন্ত হয়েছে বলে স্বীকার করেছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম। জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া বলেন, কারাগারে নিহতের ঘটনাটি আসলে কোন কারণে সংগঠিত হয়েছে সে ব্যাপারে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। সুনামগঞ্জ কারাগারের তত্ত্বাবধায়ক মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমরা আসামী বাবুল বিশ^াসের শরীরে কোন আঘাতের চিহ্ন পাইনি। তার বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে আমরা তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।