ছাতক পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

32

ছাতক থেকে সংবাদদাতা :
নতুন কোন করারোপ ছাড়াই ছাতক পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার হলরুমে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ৬০কোটি ৭২ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত এ বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬০কোটি ৭২লক্ষ ৫ হাজার টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬০কোটি ৫০লক্ষ ৩৮হাজার ৩৫০টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ২১লক্ষ ৬৬হাজার ৬৫০ টাকা। বাজেটে রাজস্ব তহবিল থেকে আয় ৪ কোটি ৪৯ লক্ষ ৫হাজার টাকা ও বিভিন্ন উন্নয়ন তহবিল থেকে ৫৬ কোটি ২৩ লক্ষ টাকা আয় দেখানো হয়েছে। পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও সচিব মাহমুদ আলম মামুনের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বক্তব্য রাখেন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সামিউল আলম খন্দকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, পৌর সভার নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, অধ্যাপক হরিদাস রায়, প্রধান শিক্ষক রশিদ আহমদ, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, ইঞ্জিনিয়ার সামছুল হক প্রমুখ। বাজেট সভায় পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, দিলোয়ার হোসেন, নৌশাদ মিয়া, লিয়াকত আলী, সুদিপ দে, ধন মিয়া, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, সামছুন্নাহার বেগমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, কাউন্সিলর, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। পৌর মেয়র আবুল কালাম চৌধুরী তার বক্তব্যে পৌর সভার উন্নয়ন ও নাগরিক সুবিধাদি বৃদ্ধি ও বাস্তবায়ন করতে বরাবরের মতো সকল পৌর নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।