সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। (১০ ডিসেম্বর) মঙ্গলবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সাহেবের বাজার দাখিল মাদরাসা ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৪টা প্রর্যন্ত।
নির্বাচনে ১৩ পদে লড়েছেন ২৩ প্রার্থী। এর মধ্যে দপ্তর সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় আব্দুল মনাফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২২৬ জন ভোটারের মধ্যে ২২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১২ জন প্রার্থীকে নির্বাচিত করেন।
নির্বাচনে (চেয়ার) প্রতীক নিয়ে ৯২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন মো. আলা উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আরব আলী (ছাতা) প্রতীক নিয়ে পান ৯০ ভোট। সহ-সভাপতি পদে বাবুল মিয়া (টিভি) প্রতীক নিয়ে ১৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির উদ্দীন কারিগর (টিউবওয়েল), নিয়ে পান ৭৪ ভোট। সেক্রেটারি পদে মোঃ শফিকুর রহমান (চশমা) প্রতীক নিয়ে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ জালাল আহমদ (ফুটবল) প্রতীক নিয়ে পান ৯৮ ভোট। সহ-সেক্রেটারি পদে আলাল উদ্দীন (প্রজাপতি) প্রতীক নিয়ে ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলম (ঘড়ি) নিয়ে পান ৭৬ ভোট। অর্থ সম্পাদক পদে মাওঃ শামছুর রহমান (আম) প্রতীক নিয়ে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালিক (আনারস) প্রতীক নিয়ে পান ৮৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম শুকুর (মোটরসাইকেল ) প্রতীক নিয়ে ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দীন (দোয়াতকলম) প্রতীক নিয়ে ৬০ ভোট পান।
কার্যনির্বাহী সদস্য পদে ৬ জন নির্বাচিত হলেন যারাঃ- সবুজ খান (মই) প্রতিক ১৪৬ ভোট পেয়ে ১ম, আতিকুর রহমান (কবুতর) প্রতীক নিয়ে ১৩১ ভোট পেয়ে ২য়, আব্দুল করিম (বাইসাইকেল) প্রতীক নিয়ে ১২৭ ভোট পেয়ে ৩য়, আজমল আলী (গোলাপফুল) প্রতীক নিয়ে ১২৩ ভোট পেয়ে ৪র্থ, সমুজ আলী (চাঁদ) প্রতীক নিয়ে ১২১ ভোট পেয়ে ৫ম ও হারুনুর রশীদ (কাপপিরিচ) প্রতীক নিয়ে ১১৯ ভোট পেয়ে ৬ষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- সাহেবের বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি মো. দিলোয়ার হোসেন। প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন- সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক মাহবুব আলম। সহকারি প্রিসাইডিং অফিসার – সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি মো. আব্দুল হানান, ফরিংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার দাস, সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ, সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক রিপন চন্দ্র সাহা, চন্দন কুমার প্রামানিক, আবুল কাশেম। সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন মুহিবুর রহমান কাজল, আজির উদ্দিন, আব্দুল মতিন, ডাঃ আকরাম উদ্দিন, মোতাওয়াক্কিল বিল¬াহ জালাল ও নজরুল ইসলাম। নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্নে সকলের সর্বাত্মক সহযোগিতা ও উপস্থিতির জন্য পুলিশ প্রাশাসন সহ জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি মো. দিলোয়ার হোসেন। বিজ্ঞপ্তি