হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
দীর্ঘ ১৪ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হবিগঞ্জ সফরে আসছেন। সফরকালে তিনি হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামসহ ২১টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলার সর্বত্র চলছে সাজ সাজ রব। হবিগঞ্জ জেলা সদরসহ সকল উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ স্থানে তোরণ, ব্যানার, ফেস্টুন টানিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে। জেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শুধু নয়, বসে নেই জেলা প্রশাসনও। সব মিলিয়ে জেলার সর্বত্র একটা উৎসব উৎসব আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জ সফর উপলক্ষে পুরো জেলাকে নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে র্যাব, পুলিশ, এনএসআই, বিজিবি ও ডিজিএফআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। জনসভার নিরাপত্তার দায়িত্বে থাকবে ৮শ’ পুলিশসহ র্যাব, এনএসআই, বিজিবি ও ডিজিএফআই এর বিপুল পরিমাণ সদস্য। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে রয়েছে ৪০ জন মহিলা পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার ৭ জন, সহকারী পুলিশ সুপার ১৪, ইন্সপেক্টর ৫ জন, এসআই ৮০ জন, এএসআই ৯০ জন ও হাবিলদার নায়েক ৫৩০ জন। পুলিশ বাহিনীর এসব সদস্যকে দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়ে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত সফরসূচী অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল সোয়া ১০টায় হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসফিল্ড হেলিপ্যাডে অবতরণ করবেন। সাড়ে ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে বিবিয়ানা গ্যাস সম্প্রসারণ প্রকল্প, বিবিয়ানা-ধনুয়া ৩৬ ইঞ্চি গ্যাস বিশিষ্ট উচ্চ চাপ পাইপ সঞ্চালন লাইন, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক (এন-২) হাইওয়ে থেকে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট সংযোগ সড়ক, নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন উদ্বোধন এবং বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট-০৩ (উত্তর ৪০০ মেগাওয়াট), রসুলপুর-রইচগঞ্জ-পানিউম্দা সড়কে ৯০ দশমিক ১০০ মিটার দীর্ঘ গার্ডার আরসিসি বিজনাই ব্রীজ এবং নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকায় মতবিনিময় অনুষ্ঠানে যোগদান শেষে বেলা সাড়ে ১২টায় হেলিকপ্টার যোগে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ হেলিপ্যাডে অবতরণ করবেন। স্থানীয় সার্কিট হাউজে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর বেলা ২টা ২০ মিনিটে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম, ডায়াবেটিক হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, জেলা পরিষদ অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টার, জেলা শিল্পকলা একাডেমী ভবন, সার্ভার ষ্টেশন, আলেয়া-জাহির কলেজ, জেলা কমান্ডেন্ট আনসার ও ভিডিপি অফিস ভবন, বানিয়াচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ও হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ছাড়াও আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও শাহজী বাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পরে তিনি স্থানীয় নিউফিল্ডে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। বেলা ৪টা ১০মিনিটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।