শামছুর রহমান
একটি কুঁড়ির দুটি ফুলে
সন্ধি করেই ফুঁটিলো,
নয়ন লোচন দ্বোতার হয়েও
একতারায় সুর তুলিলো !
তারা জনমের স্বজন
সন্ধি করে পাপড়ি মেলে
দেখায়, আলোর এ ভুবন।
আজব নয়না লোচন
চোঁখ বুজিয়া ঘুমায় দু’জন
বাসী, কোন পুরের কোন জন!
তাদের নিষ্ফলী জনম
দৃষ্টি মেলে পরাপরে
ভবে, পেলোনা দর্শণ!
ঝোড়ো পবন ঝাড়লো ফুলে
পাপড়ি দুনোর বুজিলো,
বিচ্ছেদে তাই নয়ন লোচন
এক ক্ষণেই পর হইলো!