সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখার মানববন্ধন বিক্ষোভ

48

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা সিলেট। মঙ্গলবার সকার ১১টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এ কর্মসূচী পালন করা হয়। প্রায় ৫শ’ কর্মচারীর উপস্থিতিতে কর্মসূচী চলাকালে বিভাগীয় জেলা শাখা সিলেট-এর সভাপতি আহসান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, ওয়ার্কস পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব সিকন্দর আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা সিলেট’র এজাজ আহমদ, আব্দুল কাদির, সেলিম মিয়া, লিয়াকত আলী, কুদ্রত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, নূরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নজির আহমদ, কর বিভাগের আবুল কালাম, সিভিল সার্জন কার্যালয়ের আব্দুল কাদির, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মতিউর রহমান, শুধাংসু কুমার পাল, আব্দুল জব্বার, ইমরান হোসেন, ওসমানী মেডিকেল কলেজের মাহবুবউর রহমান, জৈন্তাপুর উপজেলার যুগ্ম সম্পাদক নূর আহমদ, গোয়াইনঘাট উপজেলার যুগ্ম সম্পাদক নূর আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সমাজ সেবার আমিরুল ইসলাম, আহমেদুর রাজ্জাক, সহকারী কমিশনার (ভ’মি) সিলেট সদরের সেলিম আহমদ, জেলা প্রশাসক কার্যালয়ের সভাপতি কামাল মিয়া, যুগ্ম সম্পাদক প্রশান্ত মালাকার, আব্দুস সামাদ। অফন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনছার উদ্দিন, সুলেমান আলী, সারাহ উদ্দিন, সেলিম মুন্সী, জীবন চন্দ্র দাস, পাউবো’র সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি