একাদশ জাতীয় সংসদ নির্বাচন নজিরবিহীন ভোট ডাকাতি হয়েছে উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসাইন ক্বাসেমী বলেন, সরকার ভোট ডাকাতির যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা জাতির জন্য কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। পুলিশ প্রশাসনের মাধ্যমে ২৯ ডিসেম্বর রাতেই ভোট বাক্স ভর্তি করে রেখেছিল। আল্লামা ক্বাসেমী বলেন, সব দলের সাথে আলোচনার মাধ্যমে অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার দাবি জানান।
তিনি বুধবার রাতে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা শাহিদ আহমদ হাতিমীর পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, সহ সভাপতি মুফতি মজির উদ্দিন ক্বাসেমী, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের যুগ্ম মহাসচিব মাওলানা শাহ আহমদ মাদানী, সহ সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম ক্বাসেমী, যুব জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর অর্থ সম্পাদক মাওলানা জাহেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়েল আহমদ, সদর উপজেলা সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, জেলা জমিয়ত নেতা মুফতি জামাল উদ্দিন হক্কানী, মহানগর জমিয়ত নেতা মাওলানা তৈয়বুর রহমান, মহানগর যুব জমিয়তের সভাপতি কবির আহমদ, প্রচার সম্পাদক মাহদি হাসান মিনহাজ, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান, জেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ খান, সাধারণ সম্পাদক হাফিজ ফয়েজ উদ্দিন, যুগ্ম সম্পাদক এহইয়া হামিদী, মামুনুর রশিদ, সাজ্জাদ হোসাইন রুমন প্রমুখ। বিজ্ঞপ্তি