মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে এবার বাম্পার বোরো ধান হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। সরকার ধান কেনায় কৃষকরা ধান নিয়ে বিপাকে পড়েছেন। এ সুযোগে মধ্যস্বত্তভোগীরা কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনতে ব্যস্ত হয়ে পড়েছে।
জানা গেছে, গত বছর হাওর ডুবির ঘটনায় জগন্নাথপুরে কোন ধান পাননি কৃষকরা। এরপরও সরকারের জগন্নাথপুর থেকে ধান কেনার বরাদ্দ ছিল। যদিও ধান না থাকায় সরকারের কাছে বিক্রি করতে পারেননি কৃষকরা। অথচ এবার জগন্নাথপুরে বাম্পার ফলন হলেও এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান কিনছে না সরকার। এতে কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
১৪ মে সোমবার আবদুল মুহিত, লাল মিয়া সহ ভূক্তভোগী কৃষকরা বলেন, সরকারের কাছে ন্যায্য মূল্যে ধান বিক্রি করার আশায় আমরা ধান নিয়ে অপেক্ষা করছি। অথচ সরকার আমাদের কাছ থেকে ধান না কেনায় আমরা ধান নিয়ে বিপাকে পড়েছি। এই সুযোগে কিছু ব্যবসায়ী কম দামে আমাদের ধান কিনতে মরিয়া হয়ে উঠেছে। তাই যতো তাড়াতাড়ি সম্ভব আমাদের ধান কিনতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
এ ব্যাপারে জগন্নাথপুর বাজারের ধান-চাল ব্যবসায়ী ছালিকুর রহমান বলেন, কৃষকদের জমিতে এবার বাম্পার ধান হলেও অনেকের বাড়িতে ধান রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় তারা ধান নিয়ে বিপাকে পড়েছেন। এছাড়া সরকারের কাছে তারা ন্যায্য মূল্যে ধান বিক্রি করার জন্য অপেক্ষা করছেন। সরকার তাদের কাছ থেকে ধান না কেনায় তারা রীতিমতো বিপদে পড়েছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী বলেন, সরকার এখনো ধান কেনার বরাদ্দ দেয়নি। সরকারি বরাদ্দ আসলে অবশ্যই প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে।