ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এ গত ৬ মে থেকে ৯ মে’ ২০১৮ইং পর্যন্ত হাসপাতালের বোর্ড রুমে শিশু বান্ধব হাসপাতাল বিষয়ে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। ৪ দিন ব্যাপী এই প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পারসন হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর চেম্বার কনসালটেন্ট, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ এম.এ হাই, সহযোগী অধ্যাপক ডাঃ এটি রেজা আহমেদ, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ সোহেল, প্রসূতি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডাঃ শামীমা আক্তার শিপা এবং প্রসূতি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডাঃ রাবেয়া বেগম। হাসপাতালের ১০ জন ডাক্তার ও ১০ জন নার্স প্রশিক্ষণার্থীদের নিয়ে উক্ত কর্মশালায় বক্তরা শিশু বান্ধব হাসপাতাল প্রতিষ্ঠায় মা ও শিশুদের আধুনিক চিকিৎসা ও যতœ বিষয়ে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণার্থীদেরকে শিক্ষা দেয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের চীফ মেডিকেল অফিসার ডাঃ মেজর (অবঃ) আব্দুস সালাম চৌধুরী, ম্যানেজার (এডমিন) মোঃ তারিকুল ইসলাম, ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুল হক, এস.এম.ও ডাঃ সৈয়দ মোঃ আরিফ আদিল, এস.এম.ও ডাঃ তোফাজ্জল হোসেন, এস.এম.ও ডাঃ আল মামুন, এসিস্ট্যান্ট ম্যানেজার (এইচ.আর) ইকবাল হোসেন খন্দকার প্রমুখ। বিজ্ঞপ্তি