মোঃ মামুন হোসেন
আঁকা বাঁকা মেঠো পথে
গাঁয়ের লোকেরা যায় হেঁটে
মনের সুখে গান গেয়ে
চরণ তালে যায় মাতিয়ে।
সহজ সরল মানুষ বটে
চরে বেড়ায় মাঠে ঘাটে,
সন্ধ্যা হলে হাট বাজারে
সময় কাটে সবার তরে।
সরল মনের বড্ড হাসি
বিকেল বেলা দক্ষিণ দ্বারে বসে বাজাই বাঁশি
দক্ষিণা হাওয়ার তালে তালে
মন হারিয়ে যায় মায়ার জালে।
চারিদিকে রমণীদের ঘোরাঘুরি
দামাল ছেলেদের মনের ভিতর তরী চলে তড়িঘড়ি
প্রেম ছন্দে মন আনন্দে
প্রবাহিত হয় মৃদু ছন্দে।