শাহিন আলম সরকার
সুখী হতে পর করে গেলে তুমি চলে
বুঝলে না প্রেম জ্বালা বুকে কত জ্বলে।
সুখী হয়ে সুখী কান্না ঝরে ও নয়নে
তাই ব্যথা ধরে না তো আর ওই মনে।
যে হাসিতে ছিল মধু ছিল কত মায়া
সে হাসি আমার বুকে আজো ফেলে ছায়া।
আজো আঁধারের মাঝে একা বসে হাসি
কেন জানি মনে হয় আজো ভালবাসি।
হাজারো স্মৃতির ছায়া বুক চেপে ধরে
আঁধারের মাঝে স্মৃতি অশ্রু হয়ে ঝরে।
তোমার মুখের কথা যদি কানে বাজে
বসে না মন তখন আর কোন কাজে।
হৃদয়ের সব সুখ গেছে সব দূরে;
তোমার পিছন ধরে অচেনা সুদূরে।