সড়ক সংস্কারের দাবিতে জকিগঞ্জ জনকল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

32

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জ-সিলেট সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালনের লক্ষ্যে জকিগঞ্জ জনকল্যাণ পরিষদ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। জকিগঞ্জ শহরের একটি রেষ্টুরেন্টে এক সভা থেকে এ সংগঠনের আত্মপ্রকাশ হয়।
র্দীঘদিন থেকে সিলেট-জকিগঞ্জ সড়কের অবস্থা নাজেহাল। টেন্ডার হওয়ার পরও কর্তৃপক্ষের অবহেলায় চরম উদাসীনতা প্রকাশ পায়। এ নিয়ে জকিগঞ্জবাসীর ক্ষোভের শেষ নেই। সীমান্তবাসীর প্রাণের দাবী জকিগঞ্জ-সিলেট সড়ক দ্রত সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে আন্দোলনের মাধ্যমে মানসম্মতভাবে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করতে বাধ্য করানোর লক্ষ্যে মঙ্গলবার দুপুরে জকিগঞ্জের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জরুরী এক বৈঠক ডাকেন। সভায় মাওলানা আব্দুশ শহীদের সভাপতিত্বে ও মাওলানা জয়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিক, পৌরসভা যুবসংহতির সভাপতি হাজী মকদ্দছ আলী মকু, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা আফতাব উদ্দিন নোমানী প্রমুখ।
বৈঠকে সর্বসম্মতিক্রমে জকিগঞ্জ জনকল্যাণ পরিষদ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। এ সংগঠনের আহবায়ক করা হয়েছে, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদকে, যুগ্ম আহবায়ক বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিক, মাওলানা আব্দুশ শহীদ সহিদাবাদী, পৌরসভা যুবসংহতির সভাপতি হাজী মকদ্দছ আলী মকু, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা আফতাব উদ্দিন নোমানী, সদস্য সচিব বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, যুগ্ম সচিব সাংবাদিক সাংবাদিক এখলাছুর রহমান, সাংবাদিক আল হাছিব তাপাদার, বারঠাকুরী ইউপি জাপার সভাপতি মুসলেহ উদ্দিন মসলু, ঠিকাদার সাবুল আহমদ, সংবাদকর্মী মেহেদী হেলাল, সদস্য জাপা নেতা আনওয়ার হোসেন, ছাত্র মজলিস নেতা হাফিজ আব্দুল্লাহ আল মনসুর, খেলাফত নেতা মাওলানা আলী আফসার জীহাদী, মাওলানা আইনুল ইসলাম, সুলতানপুর ইউপি যুবসংহতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ, বারহাল ইউপি জাপা নেতা মোস্তফা আহমদ, জমিয়তে উলামার কেন্দ্রীয় সদস্য মাওলানা সুফিয়ান আহমদ চৌধুরী।