দোয়ারাবাজারে সংঘর্ষে আহত ৪০

34

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের টেবলাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় টেবলাই বাজারে বাজার জমা তোলা কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাতে মনসুর আলী ও আশ্রব আলীর মধ্যে কথা কাটাকাটির জেরে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার জেরে শনিবার দুপুরে ফের দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় দুই ঘন্টা ব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধলে দোয়ারাবাজার থানা পুলিশ এসে ফাঁকা গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে আহত হন, টেবলাই গ্রামের জাহেদ মিয়া (৫৫), বাচ্ছু মিয়া (৩৫), বুরহান উদ্দিন (৩০), নাছির উদ্দিন (১৭),সোহেল মিয়া (১০), লিটন মিয়া (১২), মনসুর আলী (৪০), আক্তার মিয়া (৩৪), শুক্কুর আলী (৩৬), ফজলু মেম্বার (৫০), খছরু মিয়া (৩৫), বাবুল মিয়া (৪০), হাবিব মিয়া (৪৫), আব্দুল হাশিম (৪৫), জিয়াউর রহমান (৩৫), আনিছুল ইসলাম (৬০), জায়েদা খাতুন (৫০), খাদিজা বেগম (৩৫), খোদেজা বেগম (৭০), বাচ্ছু মিয়া (৪৪), মারুফ আহমদ (৮), হেদায়াতুল্লাহ (৩৫), হাবীবুর রহমান (৪০), সাইকুল (২৬) প্রমুখ। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই ঘটনার জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যে কোনো সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটে যেতে পারে।