দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার সামন থেকে কীনব্রিজ পয়েন্ট হয়ে বাবনা পয়েন্ট পর্যন্ত যানজট নিরসনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ মে রবিবার রাতে দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ২৬নং ওয়ার্ডের ভার্থখলা, ঝালোপাড়া, কদমতলী এলাকাবাসী, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও টার্মিনাল রোডের ব্যবসায়ীদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ভার্থখলা পঞ্চায়েত কমিটি সভাপতি আলহাজ্ব মিসবাহ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ভার্থখলা স্বর্ণালী সংঘের সভাপতি শিপল চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ-আলোচনা সাপেক্ষে যানজট নিরসনে একটি সমন্বয় কমিটি গঠিত হয়। বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী তৌফিক বকস লিপন, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল, বিশিষ্ট মুরব্বী আব্দুর আহাদ, মুহিবুর রহমান মঞ্জু, হাজী মাহমদ আলী সাধু, এম. সিরাজ উদ্দিন, সিরাজুল ইসলাম সিরুল, জুনেদ আহমদ, খন্দকার মহসিন কামরান, হাফিজ আহমদ, আলমগীর হোসাইন, রেজাউল ইসলাম রেজা, মামুন হোসাইন, শেখ সাদি কোমল, সোহেল আহমদ, দেলওয়ার হোসেন, রুহেল আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।
সভায় আজ ২৩ মে বুধবার দুপুর ১২টায় সিলেট জেলা প্রশাসক বরাবরে যানজটমুক্ত করণের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।- বিজ্ঞপ্তি