মৌলভীবাজারে দুই দোকানে জরিমানা

11

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
আইন না মেনে পণ্য বিক্রি করায় মৌলভীবাজারে দুটি দোকানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৮ মে) দোকান দুটিকে জরিমানা করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার (১৮ মে) অমিত লাল গোপ ও জেরিন তাসনিম সাদিয়া নামক দুই জন ভোক্তা আইন না মেনে পণ্য বিক্রয় করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার সেন্ট্রাল রোডে অবস্থিত ঘড়ুয়া বিপনীকে ৪ হাজার টাকা ও শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত দেওয়ান ব্রাদার্সকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বলেন, আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অমিত লাল গোপ এবং জেরিন তাসনিম সাদিয়াকে আইন অনুযায়ী প্রদান করা হয়েছে।