আতিক আজিজ
রাতের পোষাক থেকে ঝরে জল- রাতে হলো বৃষ্টিপাত খুব ;
সারারাত, তোমার গভীর মুখ ভিজেছিলো বৃষ্টি জলে!…চোর
মধ্যরাতে এসেছিলো- নিয়ে গেছে আলোকিত কাঠের জাহাজ।
শেকলের ঠান্ডা দাগ,সারা গায়ে লেগে আছে!
করতলে ভোর
বকুলের নির্জন গন্ধে ভরে যায়।
রূপের মানুষ একা …..রাখে হাত, শান্ত, বকুল ফুলে।
‘সারারাতে বৃষ্টি হলো’Ñওকে বলিÑভিজেছিলো রাতের পোষাক।
তোমার গম্ভীর মুখ ভেজা, ঝরে পড়ে জল।
জাহাজের বাঁশিÑ
মধ্যরাতে বেজেছিলো, লম্বা, টানাÑ
ভেসে গেছে রতœময় কাঠের জাহাজ ;
রূপ’র মানুষ Ñএকা Ñতুলে নিলো বকুলফুল,
মুখে তার শেকলের আড়াআড়ি দাগ।