নদীর ধারে পাখির বাসা

115

আবু আফজাল মোহাঃ সালেহ

নদীর ধারে পাখির বাসা
চিল-শালিকে করে খেলা,
নদীর গালায় ফোঁকর করে
পাখি সবে ফুরায় বেলা।

গাঙ শালিক আর হলুদ শালিক
এদিক-ওদিকে যায় উড়ে,
পাখ-ঝাপ্টায় আর কুজন দিয়ে
মাতায় নদী দুকূল জুড়ে।

তালের গাছের ফোঁকর দিয়ে
টিয়ে ছানা উঁকি মারে,
হঠাৎ আসলে মা পাখিটা
মায়ের মুখের খাবার কাড়ে!