স্টাফ রিপোর্টার :
নগরীর মধুশহীদ এলাকাস্থ ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে এক রোগীর স্বজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল রবিবার রাতে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত মধুশহীদ এলাকার বাসিন্দা মাসুদ আহমদকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, এক স্বজনকে নিয়ে ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস নামক প্রতিষ্ঠানে যান মাসুদ আহমদ। সেখানে কোনো একটি বিষয় নিয়ে ক্রিসেন্টের কর্মকর্তা-কর্মচারিদের সাথে মাসুদ আহমদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা তাকে মারধর ও ছুরিকাঘাত করেন। মাসুদ আহত হওয়ার পর মধুশহীদ এলাকার লোকজন ঘটনাস্থলে এসে উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশও। উত্তেজিত লোকজনের ভয়ে প্রতিষ্ঠান তালা ঝুলিয়ে দেয় ক্রিসেন্ট কর্তৃপক্ষ।
লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই শাহীন আহমদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে, বিষয়টি নিয়ে বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকি ও স্থানীয় সাবেক কাউন্সিলর এডভোকেট আব্দুর রকিব বাবলু মধ্যস্থতা করার চেষ্টা করেন। উভয়পক্ষকে বিষয়টি মীমাংসা করার জন্য আগামী বুধবার বসা হবে বলে সিদ্ধান্ত নেন তারা। এ সময়ে ক্রিসেন্টের ম্যানেজার ইফতিকে সাময়িকভাবে কর্মচ্যুত রাখারও সিদ্ধান্ত হয়। এছাড়া ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস আহত মাসুদের চিকিৎসার ব্যয় বহন করবে বলেও সিদ্ধান্ত হয়েছে।