জেড.এম শামসুল :
সিলেট অঞ্চলে গত নভেম্বর মাসে হত্যা-আত্মহত্যা, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন বয়েসের ৭৪ জনের প্রাণহানী ঘটেছে।
বিভিন্ন সূত্র মতে ১ নভেম্বর নগরির চারাদীঘিরপার থেকে এক নবজাতকের গলিত লাশ উদ্ধার, ছাতকে গাড়ী চাপায় বারকি শ্রমিক আকিব হোসেন (২৫), ২ নভেম্বর হবিগঞ্জে বাবার গাড়ী চাপায় শিশু সন্তান ওমর ফারুক (১৪ মাস) মারা যায়,ও সড়ক দুর্ঘটনায় রাহুল তালুকদার (১৮) প্রাণ হারায়, ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (১৭), ছাতকে ট্রেনের ধাক্কায় জরিনা বেগম (৭০), চুনারুঘাটে মমতা বেগম (১৯), এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ৩ নভেম্বর কানাইঘাটের দনা সীমান্তে দু’বাংলাদেশী আছকর আলী (২৫) ও আরিফ হোসের (২২) এর লাশ উদ্ধার, কুলাউড়ায় প্রতিপক্ষের হাতে ছাব্বির আলী (১৭), রাজনগরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসারত অবস্থায় স্কুল ছাত্রী তান্নি (১৫) মারা যায়, মাধবপুরে মাক্রোবাস চাপায় তায়েফ (৯), সুনামগঞ্জে অজ্ঞাত নামা (৫৫) ব্যক্তির লাশ উদ্ধার, চুনারুঘাটে লাকী বেগম (২৪) মৃতদেহ উদ্ধার, ৪ নভেম্বর বিশ্বনাথে গরু ব্যবসায়ী আরশ আলী (৪৫)’র ঝুলন্ত লাশ উদ্ধার, ৫ অক্টোবর চুনারুঘাটে আব্দুর রউফ (৩৮) ও আলেয়া আক্তার (৩০) স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, নবীগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় শামীম আহমদ (৩২), শের আলী (৩০), আতাউর রহমান (৩১), কোম্পানীগঞ্জের শাহপির টিলা ধ্বসে সেবুল মিয়া (১০), কমলগঞ্জে সড়ক দুঘটনায় আকবর বক্ত (৫২), ৭ নভেম্বর শ্রীমঙ্গলে র্যাবের সাথে বন্দকি যুদ্ধে তোফায়েল মিয়া (৩৫) শাহিন মিয়া (৪০), সুনামগঞ্জে ৫ টাকা নিয়ে সৃষ্ট সংঘর্ষে প্রতিপক্ষের হাতে জলিল আলী (৩২), জকিগঞ্জে স্কুল ছাত্র রাফি আহমদ (৭), কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় সুমন চৌধুরী (২৮), ৮ নভেম্বর তাহিরপুরে পানিতে ডুবে রুমান (৫) ও ইমাম (৬), সুনামগঞ্জ মেডিকেল কলেজের ছাদ থেকে পড়ে মাহবুব মিয়া (২৭), ও এনএসআই ইয়াকুব আলী (২৬) এর বাসা থেকে লাশ উদ্ধার, দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী (৪২), ৯ নভেম্বর গোলাপগঞ্জে মটরসাইকেল ধাক্কায় পথচারি সুমন আহমদ (২৪), ১১ নভেম্বর জগন্নাথপুরে মোহন মিয়া (৬৫)‘র লাশ উদ্ধার, ১২ নভেম্বর জৈন্তাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রুমান আহমদ (১৮), বিয়ানিবাজারে নবনিতা দাস (২৯) নামের এক সেবিকার লাশ উদ্ধার, ১৩ নভেম্বর হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়ূন আহমদ (১৪), ১৪ নভেম্বর আজমিরিগঞ্জে কলেজছাত্র দিপু দাস (২১)‘র লাশ উদ্ধার, শাবি শিক্ষার্থী চঞ্চল চক্রবর্তী (২৩) আত্মহত্যা করে, ১৫ নভেম্বর দোয়ারাবাজারে পানিতে ডুবে সানিয় (৮) ও আকলিমা (৫), ১৬ ছাতকে সুরমা নদীতে পড়ে নিখোঁজ তানবির আহমদ (১৮) পাথর শ্রমিক’র লাশ উদ্ধার, নবীগঞ্জে সড়ক দুর্ঘনায় আহত আতাউর রহমান (৪৮), বিশ্বনাথে পুকুর থেকে সুনিয়া বেগম (২০) নাম্মী এক যুবতির লাশ উদ্ধার, কুলাউড়ায় সুমন বিশ্বাস (৩৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার, ছাতকে তাসমিন বেগম (১০)’র মৃতদেহ উদ্ধার, ১৭ রাজনগরে দুর্বৃত্তের হাতে আব্দুল মালেক (২৮) প্রাণ হারায়, বিশ্বনাথ এনামুল হক (৩৫) এর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার, জগন্নাথপুরে মোটরসাইকেল চাপায় আবু সাইদ (৪৫), ১৯ নভেম্বর মাধবপুরে পানিতে ডুবে আরজান মিয়া (৩), বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় জান্নাতুন (৩), কমলগঞ্জে যোগেশ পাল (৩০) বিষপানে আত্মহত্যা করে ও চা শ্রমিক রাসেল মিয়া (২৮) স্থানীয় ছড়া থেকে লাশ উদ্ধার, ২০ নভেম্বর নবীগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে মজনু মিয়া (১৩), শান্তি গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিলয় দাস (৯), প্রণব দাস (৮) ও খোকন দাস (২), ২১ নভেম্বর ছাতকের ধান ক্ষেত থেকে খুশি বেগম (১৫)র লাশ উদ্ধার, ও দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আশিক আলী (৫৫) প্রাণ হারান, শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর রাবার বাগান থেকে কিশোরী মিনাবেগম (১৬)’র লাশ উদ্ধার, আজমিরিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে রনুয়ার মিয়া (২৬) প্রাণ হারায়, ২২ নভেম্বর নগরিতে দু’দিন নিখোঁজ থাকার পর সুরমা নদী থেকে রোমানা বেগম (৩৭)’র মৃতদেহ উদ্ধার, জগন্নাথপুরে মামলার সাক্ষী হওয়ায় প্রতিপক্ষের হাতে সুজন মিয়া (৩২), দোয়ারাবাজারে পানিতে ডুবে চয়ন দাস (৭) ও নিরব দাস (৫), ২৩ নভেম্বর জকিগঞ্জে সড়ক দুঘটনায় ফয়জুর রহমান (৭০), তাহিরপুরে পানিতে ডুবে তাহমিন (৮), ২৮ নভেম্বর কমলগঞ্জে অষ্টমী বৈদ্য (২১) মৃতদেহ উদ্ধার, মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তার হোসেন (৫৫), ২৯ নভেম্বর নগরির দরগা গেইট এলাকার হোটেলে কতিত স্বামী মোর্সেদ মিয়া(৪৭) লাশ উদ্ধার, বানিয়াচংয়ে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত নামা (৪০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার. ৩০ নভেম্বর ধর্মপাশায় পারিবারিক দ্বন্ধে গৃহবধু ছায়না বেগম (৩৮) আত্মহত্যা করে, হবিগঞ্জে গাড়ী চাপায় জেনিয়া বেগম (৪)।