কাজিরবাজার ডেস্ক :
বর্তমান সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট হয়ে গেলেও এর কোনো বিচার হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বলেছেন, হাজার হাজার কোটি টাকা যারা ব্যাংক থেকে লুটে নিচ্ছে তাদের বিচার হচ্ছে না, অথচ সামান্য টাকার জন্য কৃষকদের হয়রানি করা হয়।
বর্তমান সরকারের আমলে আর্থিক খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, ‘মানুষের নিঃশ্বাস আজ বন্ধ হয়ে আসছেন। শেয়ার বাজার নাই। শেয়ারবাজার ধ্বংস হয়ে গেছে। আরেকটি ঘটনা, যা বিশ্বের ইতিহাসে বিরল। বাংলাদেশ ব্যাংক লুট হয়ে গেছে, পৃথিবীতে আর কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি।’
শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। এভাবে মানুষ বাঁচতে পারে না। মানুষ আমাকে স্বৈরাচার বলে না। স্বৈরাচার বলেন আপনারা (আওয়ামী লীগ-বিএনপি)।
জাপা চেয়ারম্যান বলেন, ‘এখন তো আর নির্বাচন হয় না, হয় সিলমারা। আমরা তো আর সিল মারতে পারি না। তাই সিলমারা বন্ধ করার জন্য শক্তি অর্জন করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সরব থাকতে হবে সিলমারা বন্ধ করার জন্য।’
শিক্ষাব্যবস্থার কথা তুলে ধরে এরশাদ বলেন, ‘শিক্ষাব্যবস্থা নাই, শিক্ষাব্যবস্থা পচে গেছে। একজন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ভালোভাবে নিজের নামও লিখতে পারবে না। তাহলে এই জিপিএ-৫ দিয়ে কী হবে।’
ক্ষমতায় গেলে চট্টগ্রামের মতো দেশের আরও ছয়টি বিভাগকে প্রদেশ করা হবে বলে ঘোষণা দেন সাবেক এই রাষ্ট্রপতি।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসমাবেশে আরও বক্তব্য দেন, জোটের মুখপাত্র ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব ও জোটের শীর্ষনেতা মাওলানা এমএ মতিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।