ঝুমন দাসের মুক্তি দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি

4
ঝুমন দাসের মুক্তির দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি।

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া ঝুমন দাসের মুক্তির দাবিতে দেশব্যাপী সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বুধবার (৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সেই কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে উদীচী সিলেট জেলা সংসদ প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে।
উদীচী সিলেট জেলা সংসদের সহ-সভাপতি প্রফেসর ডা. অভিজিৎ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর পরিচালনায় প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দাশ ঠোকন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি শহিদুজ্জামান পাপলু, জৈন্তা কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি মো. হোসাইন আহমদ, উদীচী লাক্কাতুরা চা বাগান শাখার সাধারণ সম্পাদক কাজল গোয়ালা, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচ, সিলেটস্থ বৃহত্তর তাহিরপুর ছাত্র কল্যাণ পরিষদ নেতা সুরঞ্জিত তালুকদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অজয় বৈধ্য অন্তর, সন্দ্বীপ দাস বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে প্রতিবাদী গান পরিবেশন করেন উদীচী সিলেটের সহ-সভাপতি ডা. অভিজিৎ দাস, দপ্তর বিষয়ক সম্পাদক সন্দ্বীপ দেব। বিজ্ঞপ্তি