মোঃ মামুন হোসেন
রাখাল ছেলের দল
নিয়ে যায় মাঠে গরু মহিষের পাল।
পালের তালে রাখাল ছেলেরা
হারিয়ে যায় বাঁশির সুরে,
গেয়ে যায় ভাটিয়ালীর গান।
এভাবে গান ও বাঁশির সুরের মাঝে কেটে যায় বেলা,
বেলা শেষে ফিরে আসে ঘরে, সাথে নিয়ে পাল।
সাঁঝের বেলা, পূর্ণিমা রাতে,
রাখাল ছেলেরা মিলিত হয় গাঁয়ের হাঁটে।
কত ভাটিয়ালী ও জারি সারি গান হয় সেখানে।
মনের খোরাক মিটিয়ে ফিরে আসে মাঝ রাতে।
রাত পোহালে রাখাল ছেলেরা আবার চলে যায় মাঠে।
প্রতিদিন চলছে তারই একই নিয়মে,
একটু ব্যতিক্রম হলে আঘাত করে মহাজনে।
মহাজনরা বুঝে না তার ব্যথা,
মূল্য দেয়না তার পরিশ্রম।
এভাবেই পার হয় তার প্রতিটি দিন রাত,
আর কেটে যাচ্ছে মানবতাহীন জীবন।