বাংলা নববর্ষ

28

রমজান আলী রনি

ভোরের আকাশ নতুন রবি
উঠবে আজি হেসে
খোকা-খুকু জোয়ান-বুড়ো
সাজবে নতুন বেশে।

বাজবে শানাই বাজবে বাঁশি
নাচবে চোখের কাজল
একতারার ওই নতুন সুরে
বাজবে হাতে মাদল।

চারিদিকে খুশীর আমেজ
বাংলামায়ের গানে
বাংলা ভাষায় মন যে হারায়
নববর্ষের টানে।

বৈশাখ মাসে প্রাণের বাঁধন
বাংলামায়ের দেশে
জন্ম আমার ধন্য হলে
তোমার কোলে এসে।