সিলেটে শিখন প্রকল্পের সমাপনী ও সাফল্য উদযাপন

3

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সুবিধাবঞ্চিত শিশুর মৌলিক শিক্ষায় অভিগম্যতা সৃষ্টি এবং শিখনফল বৃদ্ধির পাশাপাশি শিখন প্রকল্পের প্রথম পর্যায়ের কার্যক্রম সমাপ্ত উপলক্ষে সিলেটে শিখন প্রকল্পের সমাপনী ও সাফল্য উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে নগরীর একটি রেস্টুরেন্টে সেভ দ্য চিলড্রেনের উদ্যাগে ও দাতা সংস্থা শেভরন এর অর্থায়নে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো: মোসলেম উদ্দিন। সেভ দ্য চিলড্রেনের সহকারী ব্যবস্থাপক সেতু পাল রাজীবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন শিখন প্রকল্প ও জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রকল্প সমস্বয়কারী আব্দুর রব। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের মূল কার্যক্রম ও প্রকল্পের সকল তথ্য উপাত্ত সকলের মাঝে তুলে ধরেন শিখন প্রকল্প ও সেভ দ্য চিলড্রেনের প্রকল্প ব্যবস্থাপক তাহমিনা খান মজলিস।অনুষ্ঠানে অতিথিগণের প্রকল্প সম্পকৃত বিভিন্ন প্রশ্ন উত্তরের পাশাপাশি শিখন কেন্দ্রের শিক্ষার্থী, অভিভাবক, সিএমসি এর সদস্য ও শিখন কেন্দ্রের শিক্ষকগণ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ শেভরন লিডিং পারফরমেন্স চ্যাম্পিয়ন সঞ্জয় কর,সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প পরিচালক মোঃ শাহিন ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশন পরিচালক কাজী মাজেদ নেওয়াজ, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: বায়েজীদ খান, হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুর রহমান। বক্তব্য রাখেন শেভরন বাংলাদেশের ইমাম হাসান, অ্যাফেয়ার্স ফিল্ড কর্পোরেট ম্যানেজার শ্রীনিবাস চন্দ্র নাথ,টীম লিডার জঙ্গি মোহাম্মদ ফেরদাউস, এডভাইজার মুরাদ আহম্মেদ, সিনিয়র কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল লতিফ, এম এ রাকিব, সিলেট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, নবীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জাফর আল সাদেক প্রমুখ।