ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে জাকির হোসেন (১৪) নামের এক মাদরাসা ছাত্র ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। সে সিলেট জালালাবাদ থানার মাধপুর প্রকাশিত টুকেরগাঁও গ্রামের লিলু মিয়ার পুত্র ও শাহ সুফি মোজাম্মিল আলী (র:) দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র। এ ঘটনায় লিলু মিয়া বাদি হয়ে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি নং-১১৪, তাং-৩.০৪.২০১৮ইং ডায়েরি করা হয়েছে। জানা যায়, ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুুর প্রকাশিত রায়ত গ্রামের মামা বিলাল উদ্দিনের বাড়িতে থেকে স্থানীয় শাহ সুফি মোজাম্মিল আলী (র:) দাখিল মাদরাসায় অষ্টম শ্রেণিতে লেখা-পড়া করে আসছিল। সে সিলেট জালালাবাদ থানার মাধবপুর (টুকেরগাঁও) গ্রামের লিলু মিয়ার পুত্র। প্রতিদিনের ন্যায় গত রোববার সকালে মাদরাসার উদ্দেশ্যে রায়সন্তোষপুুর রায়ত গ্রামের মামার বাড়ি থেকে বের হলে ওইদিন বিকেলে সে আর বাড়ি ফিরেনি। ফলে পরিবারের লোকজন তার সন্ধানে মাদরাসাসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এদিকে শিক্ষকরাও জানিয়েছেন এ দিন সে মাদরাসায় উপস্থিত হয়নি। নিখোঁজের মামা, ছাতক উপজেলা (উত্তর) তালামীযের সভাপতি ইসলাম উদ্দিন জানিয়েছেন, জাকির ছোট বেলা থেকে তাদের বাড়িতে বসবাস করে লেখা-পড়া করে আসছিল। ঘটনার দিন সকালে মাদরাসায় যাওয়ার জন্য বই-খাতা নিয়ে বের হলে আজও সে বাড়ি ফিরছে না। জাকিরের পথ চেয়ে অপেক্ষায় প্রহর গুণছেন তার মা-বাবাসহ আত্মীয়-স্বজন।