জেড.এম. শামসুল :
অগ্নি ঝরা ১৮ মার্চ আজ। আজকের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর ইয়াহইয়ার সেনা সহকারী জল্লাদ টিক্কা খান মানুষ শূন্য করার লক্ষ্যে ১৭ মার্চ রাতে অপারেশন সার্চ লাইট ঘোষণা করে এবং পরবর্তী অপারেশনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। ১৭ মার্চের বঙ্গবন্ধু-ইয়াহইয়ার মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হওয়ার কথা থাকলেও কোন বৈঠক হয়নি। বঙ্গবন্ধু বলেন এ গণবিস্ফোরণ কোন মেশিন গানে স্তব্ধ হবে না। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়াহইয়ার সামরিক তদন্ত কমিটির কমিশনকে অসহযোগিতার নির্দেশ দেন এবং এক বিবৃতিতে বঙ্গবন্ধু বললেন, বাংলাদেশে জনগণ কোন অবস্থাতেই পাকিস্তানী সামরিকদের এই তদন্ত কমিশনকে সহযোগিতা করবে না। এ তদন্ত কমিশন বাংলাদেশের জনগণের কোন প্রত্যাশা পূরণ সম্ভব হবে বলে আমি মনে করি না। এই দিনে রাজধানী ঢাকায় স্বাধীনতার দাবিতে বের হয় অসংখ্য মিছিল ও র্যালী। এসব মিছিল ও র্যালীর গন্তব্য ছিল ধানমন্ডির ৩২নং রোডের বঙ্গভবন। এদিন বঙ্গবন্ধু ইউনাইটেড ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের কর্মচারীদের উদ্দেশ্য ঘোষণা দেন প্রয়োজনে বাংলাদেশের সব ব্যাংক গণনিয়ন্ত্রণে আনা হবে।