আইকন ফাউন্ডেশন বিয়ানীবাজার উপজেলার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা ১৪ সেপ্টেম্বর শুক্রবার বিয়ানীবাজারস্থ জনতা মার্কেটের ২য় তলায় অনুষ্ঠিত হয়।
শাখার সমন্বয়ক মাওলানা সোহেল আহমদের সভাপতিত্বে, হাফিজ আশরাফুল ইসলাম ও মাওলানা জাকারিয়া বকরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ জাকির বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু বকর সিদ্দীক বলেন, সমাজের প্রতিটি সেক্টরে প্রয়োজন প্রশিক্ষনের। একজন প্রশিক্ষন প্রাপ্ত দায়িত্বশীলের সমাজে ভালো কিছু করার মনভাব তৈরী হয়। তিনি আরও বলেন, সামাজিক কার্যক্রম পরিচালনা করতে হলে দায়িত্বশীলদের উদার মনের অধিকারী হতে হবে। পরিশেষে দায়িত্বশীলদের রক্তের গ্রুপ নির্নয় পদ্ধতি প্রশিক্ষন দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হিফজুল আমীন খান,মাওলানা তারেক আহমদ,রেদওয়ান আহমদ,জাহিদ আহমদ, আবু বকর সিদ্দীক, হাবীব উল্লাহ, হাফিজ শাহীদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি