কাজিরবাজার ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ আর নেই। শুক্রবার রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, গত রাত আড়াইটার দিকে স্যার অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। তার স্ট্রোক হয়েছিল। ভোর পৌনে ৬টায় আইসিইউতে মারা যান।
এমাজউদ্দীন আহমদ ১৯৩৩ সালের ১৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মালদায় জন্মগ্রহণ করেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বপালন করেন। তিনি একুশেপদকপ্রাপ্ত। বিএনপিপন্থী বুদ্ধিজীবী নিয়ে গঠিত শতনাগরিক কমিটির সভাপতির দায়িত্বপালন করেন।