আগামী মে মাস পর্যন্ত অব্যাহত থাকবে —————-মাহমুদ উস সামাদ এমপি

27

সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, আগামী মে মাস পর্যন্ত ভিজিএফএর ৩০ কেজি চাল ও নগদ ৫শ’ টাকা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। সিলেট-৩ নির্বাচনী এলাকার ১৮টি ইউনিয়নে গত ৯ মাস ধরে এ চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। চলতি মার্চ মাস থেকে এপ্রিল পর্যন্ত বোরো ফসল ঘরে তোলার পূর্ব পর্যন্ত এ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে দীর্ঘ ১২ মাস পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশ দেওয়া হয়। ফলে কৃষকরা এ সুযোগ-সুবিধা ভোগ করতে সক্ষম হয়েছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার, কুচাই ও দাউদপুর ইউনিয়নে ভিজিএফ এর চাল ও নগদ অর্থ বিতরণ কালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, মোগলা বাজার থানার ওসি আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) ছাহাবুল ইসলাম, লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচএম খলিল, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আকতার হোসেন, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহিত হোসেন, সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব খোকা খান, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আতিকুল হক, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম আলম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আশিক আলী, সেলিম আহমদ মেম্বার, রোশন আহমদ মেম্বার, আং বাছিত ছোবা মেম্বার, টিপু মিয়া মেম্বার, দিলওয়ার হোসেন মেম্বার, যুবলীগ নেতা নিজাম আহমদ, হেলাল আহমদ, মনসুর আহমদ, সালেহ আহমদ, আব্দুস সামাদ প্রমুখ। পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী দক্ষিণ সুরমার গোটাটিকর বিসিক শিল্পনগরী এলাকায় ফিজা এন্ড কোং এর আধুনিক ফ্যাক্টরী পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি