বৃদ্ধাশ্রম

19

তা-রে-ক-লি-ম-ন

বাড়ছে বয়স
কমছে আয়ু
দাগ পড়েছে চোখে,
মরণ ব্যাধি
হাজার রোগে
বাসা বেঁধেছে বুকে,

চলা ফেরা
যায়না করা
জোর কমেছে গায়ের,
হুইল চেয়ারেই
ভরসা আজ
বেহাল দশা পায়ের,

মাথার চুল আজ
সব পেঁকেছে
হয়না করা কালো,
চশমাটা আজ
কাছের বন্ধু
কমেছে চোখের আঁলো,

যায় না শুয়া
আরাম করে
ব্যথায় কাটে রাত,
আজ আর কেউ
ঘুম পাড়ায় না
মাথায় বুলিয়ে হাত,

দেখলে লোকে
নেয়না বুকে
বলতে চায়না কথা,
সবার এমন
আচরণে
মনে লাগে ব্যথা,

যাদের তরে
জীবনটা-ই
করে দিলাম শেষ,
আমায় ভুলে
তাঁরা সবাই
আছে সুখে বেশ,

বয়স বেড়েছে
বুড়ো হয়েছি
বোঝা হয়েছি তাই,
বৃদ্ধা আমি
তাই আমার আজ
বৃদ্ধাশ্রমে ঠাঁই……….।।