খুকি চায় উড়তে

10

জিল্লুর রহমান পাটোয়ারী

নীল আকাশেটা দেখবে খুকি,
মনটা চায় তার উড়তে –
এরোপ্লেন কিংবা ঘুড়ির মতো,
চায় সে শুধু ঘুরতে।
ইচ্ছে জাগে অনেক কিছুর,
থাকতো যদি তার ডানা –
নীল আকাশে উড়তো খুকি,
শুনতো না কারো মানা।
ছোট্ট খুকির মনটাতে সব,
স্বপ্নের মতো হয়ে আসে –
রূপকথারি রূপের দেশে,
মনটা যে তার ভাসে।
ছোট্ট খুকির ছোট্ট বায়না,
আকাশ ছোঁয় তার আসা –
সত্যি একদিন সত্যি হবে ,
খুকির ভালোবাসা।