রমজান আলী রনি
সাদা-মেঘে প্রবল বেগে
তুমি উড়ে এলে
হালকা হাওয়ার তালের ডগায়
কালো মেঘের ছলে!
আকাশ মাথায় গাছের শাখায়
উদাস মনের ছায়া
মধুর ভিতর ব্যথার চিত্তর
কেন এতো মায়া?
চাঁদ-জোছনায়;মনের মূর্ছনায়
হামাগুড়ি দাও-
আঁকতে থাকি পুড়তে থাকি
হাত বাড়ালাম তাও।
বুকের মাঝে কেনো বাজে?
হারিয়ে যাওয়া স্মৃতি
তবে কি এই ফাল্গুনি সেই
তোমার পরশ প্রীতি।