গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
জৈন্তায় মাদ্রাসা ছাত্র হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তায় ওয়াজ মাহফিলে মাদ্রসা ছাত্র মুজাম্মিল হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি ও মাদ্রাসার নিরীহ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন কওমী মাদ্রসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। গতকাল শুক্রবার দুপুর ২ টায় সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের সামন থেকে বের হয়ে পৌরসভার কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পথসভার মাধ্যমে শেষ হয়। গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে এবং হাফিজ নুরুল হুদার পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা ইকবাল হোসাইন, বারকোট এশাতুল উলুম মাদ্রাসার মুহতামিম আব্দুল আহাদ, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আব্দুল খালিকসহ অনেকে। এসময় গোলাপগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা মিছিলে অংশগ্রহণ করেন। পথ-সভায় বক্তারা মাদ্রাসার ছাত্র মুজাম্মিল হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানান। গত সোমবার জৈন্তাপুর উপজেলায় ওয়াজ নিয়ে সুন্নী মতাদর্শী ও ওয়াহাবি মতাদর্শীদের মধ্যে সংঘর্ষে নিহত হন মোজাম্মেল হোসেন নামের হরিপুর মাদ্রাসার ছাত্র।