কুমিল্লার একটি পূজা মন্ডপে পবিত্র কোরআন শরীফকে রাখাকে কেন্দ্র করে জকিগঞ্জের একটি ভিত্তিহীন মামলায় জকিগঞ্জ উজেলার বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৭২ জন নেতাকর্মী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসর্পন করলে তাদের জামিন না মঞ্চুর করে কারাগারে পাঠানো হয়েছে। এঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অভিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও কারাগারে থাকা নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি ধর্মীয় অনুভ‚তিকে কেন্দ্র করে একটি মিথ্যা মামলা দায়েরের পর ইতিমধ্যে অনেকে দীর্ঘদিন জেল খেটে মুক্ত হয়েছে। এখন নতুন করে ৭২ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ অভিলম্বে কারাগারে থাকা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। বিজ্ঞপ্তি