স্টাফ রিপোর্টার :
নগরীতে পূর্ব বিরোধের জের ধরে তেলিহাওর গ্র“পের যুবলীগ নেতা সুজেল তালুকদার ও স্বেচ্ছাসেবক লীগের পিযুষ গ্র“পের অনুসারিদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অনন্ত: ৮ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মদিনা মার্কেট এলাকায় প্রথম এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতবস্থায় উভয় গ্র“পের কয়েকজনকে রাত সাড়ে ৮টার দিকে ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে দ্বিতীয়বার সংঘর্ষ বাধে। এ সময় জরুরী বিভাগের কয়েকটি গ্লাস ভাংচুর করা হয়।
পুলিশ সূত্র জানায়- মদিনা মার্র্কেট এলাকায় তেলিহাওর গ্র“পের সুজেল তালুকদার ও পিযুষ গ্র“পের রিপন গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে কয়েকজন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত কয়েকজন কর্মী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কে আগে চিকিৎসা নিবে এ নিয়ে জরুরী বিভাগের ভেতরেই পুনরায় সংঘর্ষ হয়। এ সময় জরুরী বিভাগের বেশ কয়েকটি গ্লাস ভাংচুর করা হয়। সংঘর্ষ শুরু হলে রোগীসহ স্বজনরা আতংকে দিকবিদিকে ছোটাছুটি করে নিরাপদ আশ্রয় চলে যান। খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন- মদিনা মার্কেট এলাকায় পূর্ব বিরোধের জেরধরে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়। পরে আহত কয়েকজন ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে আসলে কে কার আগে চিকিৎসা সেবা নিবেন এ নিয়ে কথাকাটাকাটি এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় জরুরী বিভাগের কয়েকটি গ্লাসও ভাংচুর করা হয়।