স্টাফ রিপোর্টার :
সিলেটে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির পেঁয়াজসহ এক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল সোমবার সকালে নগরীর বাদামবাগিচা এলাকা থেকে শ্যামল বর্মন নামের ওই ব্যবসায়ীকে আটক করা হয়। টিসিবির পেঁয়াজ বিক্রির সময় তাকে স্থানীয় লোকজন আটক করেন। এসময় টিসিবির ডিলার পালিয়ে যান।
আটক শ্যামল বর্মন (৪০) বাদামবাগিচা এলাকায় ব্যবসা করেন। তিনি নেত্রকোণা জেলার মোহনগঞ্জের দৌলতপুরের মৃত ননী গোপাল বর্মনের পুত্র।
বাদামবাগিচার বাসিন্দা খন্দকার ফায়েকুজ্জামান জানান, বাদাম বাগিচা এলাকার টিসিবির ডিলার তাজ উদ্দিন রনি কালোবাজারে পেঁয়াজ বিক্রি করার অভিযোগ রয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে তার গোদাম থেকে দুই বস্তা পেঁয়াজ বিক্রি করেন শ্যামল বর্মনের কাছে। এ সময় এলাকার যুবক নূর আমিন ও রুহুল ঘটনাটি দেখতে পেয়ে তারা পেঁয়াজ আটক করেন। পরে এলাকার লোকজন এসে ডিলার তাজ ও ব্যবসায়ী শ্যামলকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে শ্যামলকে আম্বরখানা ফাঁড়িতে নিয়ে যায়। আর পুলিশ আসার আগেই কৌশলে ডিলার তাজ পালিয়ে যান।
আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই ইয়াসিন জানান, ব্যবসায়ী শ্যামলকে দুইবস্তা পিঁয়াজসহ আটক করে পুলিশে দিয়েছে জনতা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।