সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
একটি রাষ্ট্রে নাগরিকদের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই। নাগরিকরা যেখানে মাথা তুলে দাঁড়ায় সেখানে কোনো অন্যায় থাকতে পারে না। রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ পরিহার করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের আয়োজন সরকারকেই করতে হবে। এতে অস্থিতিশীল পরিস্থিতি দূর হয়ে যাবে, মানুষজন ভোট দিতে পারবে। কেননা সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন না হলে অপশক্তি ক্ষমতা গ্রহণ করতে পারে, এটা গণতন্ত্রের জন্য হুমকি। রবিবার দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ সুনামগঞ্জ অফিসে জেলার জামালগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির ড. বদিউল আলম মজুমদার উপরোক্ত কথা বলেন।
সুশসনের জন্য নাগরিক সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরীর সভাপতিত্বে ও দি হাঙ্গর প্রজেক্ট-বাংলাদেশর সিলেটের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল হালিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিটিশ হাই কমিশিনের গর্ভন্যান্স টিম লিডার অ্যাসলিন বেকার, মনিরুজ্জামান, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. এম আলী, বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান তালুকদার, সুশসনের জন্য নাগরিক সুজন জেলা সাধারণ সম্পাদক আলী হায়দর, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মিসবাহ উদ্দিন, সুজন তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক মো. বাহা উদ্দিন, ফজলুল করিম, ওবায়দুল হক মিলন, সাইদুল কিবরিয়া, মোশারফ হোসেন প্রমুখ।