খেলাধূলার মাধ্যমে শরীর চর্চার পাশাপাশি মনও পরিচ্ছন্ন হয় — সাজ্জাদ হোসেন

40

বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন বলেছেন, শরীরকে সুস্থ রাখতে গেলে ব্যায়ামের প্রয়োজন। খেলাধূলার মাধ্যমে সবচেয়ে উত্তম ব্যায়াম সাধন হয়। এছাড়া শরীর এবং মনকে সুস্থ রাখতে খেলাধূলার কোনো বিকল্প নেই। সুস্থ মন এবং শরীরের সমন্বয়েই সুন্দর জীবন গঠন করা সম্ভব।
বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৮-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্লাবের সভাপতি মো. বদরুদ্দোহা’র সভাপতিত্বে শুক্রবার বিকালে শাহজালাল উপশহরস্থ বাংলাদেশ ব্যাংক কর্মচারী নিবাস মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আহমদ আলী, বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর উপ-মহাব্যবস্থাপক শান্তনু কুমার রায়, উপমহাব্যবস্থাপক মো. মো. আব্দুল হাসিব।
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোজতবা রুম্মান চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র দাশ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক এম. আফসার উদ্দিন আহমদ, আতিকুর রহমান, যুগ্ম পরিচালক (অব.) মো. শামসুদ্দিন, ক্লাবের সহ সভাপতি জলি তালুকদার, সহ সাধারণ সম্পাদক রাজেশ^র ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ মো. আলমগীর, দপ্তর সম্পাদক প্রণয় রায়, ক্রীড়া সম্পাদক (বহিঃ) রনি দে, ক্রীড়া সম্পাদক (অভ্যঃ) মো. আবুল কালাম, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আলী আকতার, সাংস্কৃতিক সম্পাদক মো. আলমগীর, সদস্য মো. আব্দুল মোতালেব, সুব্রত দত্ত, পরেশ চন্দ্র দেবনাথ, সৈয়দা তাসমিয়া জাহান। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার (ডিজিএম) ডা. উম্মে কুলসুম, উপ-মহাব্যবস্থাপক মো. মেজবাহ উদ্দিন, যুগ্ম পরিচালক মো. জাবেদ আহমদ, যুগ্ম পরিচালক মো. ওয়ারিস উদ্দিন, উপপরিচালক মো. শফিকুল ইসলাম, মো. আব্দুল হাদী। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন দীপাল কুমার সিংহ। বিজ্ঞপ্তি